ভারত -বাংলাদেশ সীমান্ত থেকে  গ্রেফতার এক বাংলাদেশী নাগরিক

0
3

ভারত -বাংলাদেশ সীমান্তের চ্যাংরাবান্ধা থেকে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছেন এক বাংলাদেশী নাগরিক। তিনি বাংলাদেশের পুলিশ আধিকারিক বলে অনুমান পুলিশের । ওই বাংলাদেশী নাগরিকের নাম শেখ সোহেল রানা। সীমান্তে বিএসএফের সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জানা যায় তিনি অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে এসেছেন। মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে কোটি টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। ধৃত বাংলাদেশ পুলিশ আধিকারিক সেই দেশের বনানী থানার পরিদর্শক পদে কর্মরত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ ধৃত বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে পালানোর ছক কষেছিল বলেও জানা যায় । ধৃতের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে মেখলিগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ।যদিও তিনি সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেন নি।

 

তিনি বাংলাদেশের পুলিশ আধিকারিক বলে অনুমান পুলিশের । ওই বাংলাদেশী নাগরিকের নাম শেখ সোহেল রানা। সীমান্তে বিএসএফের সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জানা যায় তিনি অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে এসেছেন। মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সুত্রে জানা গেছে ধৃতের বিরুদ্ধে বাংলাদেশে কোটি টাকার দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। ধৃত বাংলাদেশ পুলিশ আধিকারিক সেই দেশের বনানী থানার পরিদর্শক পদে কর্মরত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ৷ ধৃত বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে পালানোর ছক কষেছিল বলেও জানা যায় । ধৃতের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে মেখলিগঞ্জ থানার পুলিশ ও বিএসএফ।যদিও তিনি সংবাদমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেন নি।

advt 19