টোকিও প্যারালিম্পিক্সে( tokyo paralympics) ভারতের সাফল্য অব্যাহত। শনিবার সকালে জোড়া পদক ভারতের। টোকিও প্যারালিম্পিক্সে ৫০ মিটার পিস্তল বিভাগে সোনা জিতলেন মণীশ নারওয়াল( manish narwal) ৷ এই বিভাগেই আরও একটা পদক জিতেছেন সিংহরাজ আধানা( Singhraj)। রুপো জিতেছেন তিনি।

এদিন ৫০ মিটার পিস্তল বিভাগে মোট ২১৮.২ পয়েন্ট পেয়েছেন মণীশ নারওয়াল। তাঁর থেকে মাত্র ১.৫ পয়েন্ট কম পেয়ে ভারতের হয়ে রুপো জিতেছেন সিংহরাজ। তাঁর পয়েন্ট সংখ্যা ২১৬.৭। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন রাশিয়ান প্যারালিম্পিক্স কমিটির শুটার এস মালিশেভ।
আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস








































































































































