আবকি বার ২০০ পার তো হলই না উলটে একের পর এক বিজেপি বিধায়ক দল ছেড়ে ফিরছেন তৃণমূল কংগ্রেসে। মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাসের পর আজ আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে থেকে তৃণমূলে এলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। আজ দলীয় কার্যালয়ে তাঁর হাতে পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন-ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণায় উত্তরবঙ্গ সফর বাতিল মুখ্যমন্ত্রীর
এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক দলে ফেরার জন্য আবেদন করেন। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন, বাংলাকে এক রাখার লড়াইয়ে সামিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে উদ্বুদ্ধ হয়ে তৃণমূলে যোগ দিলেন। পরিষদীয় মন্ত্রী হিসাবে নয়, দলের মহাসচিব হিসাবে নিজে উপস্থিত হয়ে তাদের যোগদান পর্বকে বেশি করে মজবুতি করণ করছি।” তিনি আরও বলেন,”অত্যন্ত সঠিক সময়ে তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। যখন যার সময় আসবে তখন তারা যোগ দেবেন। সময় বলে দেবে কাকে কখন নেওয়া হবে। সাংবিধানিক গণতান্ত্রিক ব্যাবস্থার অঙ্গ নির্বাচন। আগেই ঘোষণা করা হয়েছিল আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। কাল পর্যন্ত যারা বলছিলেন নির্বাচন নয় তাদের জিজ্ঞাসা করুন তারা কী হতাশ? পুরসভা নির্বাচন সময়মত হবে।”
আরও পড়ুন-নয়া রেকর্ড সুপ্রিম কোর্টের, প্রথমবার ১২ টি হাইকোর্টের জন্য ৬৮ জন বিচারপতির নাম প্রস্তাব
তৃণমূলে যোগ দিয়ে সৌমেন রায় বলেন, “ছাত্রজীবন থেকে তৃণমূল করেছি। মনপ্রাণ তৃণমূলে পড়ে ছিল। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল জনসমর্থন দিয়ে আবার ক্ষমতায় এনেছেন। তাঁর কাজে সামিল হতে ফিরে আসা। আরও অনেকে আসবেন, অপেক্ষা করুন। ঘটনাচক্রে বিজেপিতে গিয়েছিলাম। বিজেপির কালচার এরাজ্যে চলে না।”












































































































































