করোনা অতিমারির প্রকোপে সাংস্কৃতিক জগৎ-এর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্প যাত্রাপালা যখন অনিশ্চয়তা এবং হতাশাগ্রস্থ, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় ও আশীর্বাদে যাত্রা আবার স্বমহিমায় বিরাজ করতে চলেছে। কোভিড বিধি মেনে ৫০ শতাংশ দর্শক নিয়ে যাত্রা করার অনুমতি দিয়েছেন।
আরও পড়ুন-ওয়েবসাইটের ঘাড়ে দোষ চাপাচ্ছেন মিশ্র! সাকেতের টুইটে প্যাঁচে ইডি-র ডিরেক্টর
আজ, শুক্রবার কলকাতার নানী যাত্রাদল নাগমাতা যাত্রা সংস্থায় যাত্রার অপ্রতিদ্বন্দী নায়িকা অনন্যা (দেবদ্যুতি) অভিনীত “দুয়ারে আসছে দুর্গা” এবং শুভলক্ষী অপেরায় প্রত্যুষ বন্দ্যোপাধ্যায় অভিনীত “ভুলিনাই প্রিয়া” পালার শুভ মহরৎ অনুষ্ঠান হয়ে গেল। উদ্বোধন করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এই অনুষ্ঠানে যোগ দিয়ে মদন মিত্র বলেন, বাংলার এই যাত্রা দলকে নিয়ে ত্রিপুরায় যাব। ধর্মনগর, খোয়াই, উদয়পুর থেকে সেই যাত্রা শুরু হয়ে শেষ হবে আগরতলায়। আর বাংলার বাইরে প্রথম ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল।










































































































































