হৃদরোগেই মৃত্যু হয়েছে অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (Sidhartha Shukla)। ময়নাতদন্তের (Postmortem) প্রাথমিক রিপোর্ট এটাই মনে করা হচ্ছে তবে তার ভিসেরা রিপোর্ট আসতে এখনো বাকি। বৃহস্পতিবার রাতেই সিদ্ধার্থের ময়নাতদন্ত হয়। রিপোর্টে বলা হয়েছে, তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তিন চিকিৎসকের একটি দল ময়নাতদন্ত করেছেন।
মাত্র ৪০ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। বৃহস্পতিবার, ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাক (Heart Attack) হয় সিদ্ধার্থর। ১১টার নাগাদ তাঁকে মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:বাংলাই পথ দেখায়: মমতাকে নকল, ঘর সামলাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী খুললেন হেল্প লাইন!
বিগ বস ১৩ বিজয়ী অভিনেতার মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে আসে। অভিযোগের আঙুল ওঠে কুপার হাসপাতালের দিকে। এই মৃত্যু নিয়ে যাতে পরবর্তীতে বিতর্ক সৃষ্টি না হয়, সেই কারণেই ময়নাতদন্ত করার নির্দেশ দেওয়া হয়। তবে ভিসেরা পরীক্ষায় খাদ্য থেকে কোনওরকম বিষক্রিয়া হয়েছিল কি না তা জানা যাবে।












































































































































