তালিবানের(Taliban) অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা বরাদর(Mulla Baradar) হতে চলেছে আফগানিস্তানের(Afghanistan) নতুন রাষ্ট্রপতি(president)। অন্তত এমনটাই জানা যাচ্ছে তালিবান সূত্রে। মোল্লা বরাদরের পর ক্ষমতার বিচারে তারপরেই থাকছে মোল্লা ইয়াকুব ও শের মহম্মদ স্তানিকজাই।
আরও পড়ুন:দিল্লি বিধানসভায় গোপন সুড়ঙ্গের সন্ধান
অত্যন্ত দ্রুততার সঙ্গে তালিবানের আফগানিস্তান দখল করার পেছনে মূল মাথা ছিল এই বরাদর। গোটা দেশ দখলে নেওয়ার পর ক্রমাগত কাবুলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে যায় এই জঙ্গি নেতা। ওই সময়ই হাক্কানি এবং ইয়াকুব গোষ্ঠীর সঙ্গেও একের পর এক বৈঠক করে বরাদর। অন্যতম প্রধান নেতা তো বটেই, জঙ্গি সংগঠন তালিবানের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এই ব্যক্তি। ২০১০ সালে তালিবানের অন্যতম শীর্ষ এই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল যদিও ২০১৮ সালে মুক্তি দেওয়া হয় তাকে। এবার ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি চুক্তি করে মোল্লা বরাদর। এই চুক্তিতে ঠিক হয় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেবে আমেরিকা।












































































































































