গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World Records)নাম তুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Cristiano Ronaldo)। আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে সর্বোচ্চ গোলের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন CR7। গত বুধবার রাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুটি গোল করে সর্বাধিক গোল করার রেকর্ড গড়েন রোনাল্ডো। ১০৯টি গোল করে এত দিন ইরানের আলি দায়িকে সঙ্গে নিয়ে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন তিনি। কিন্তু গত বুধবার রাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করে টপকে যান আলি দায়িকে। আন্তর্জাতিক ফুটবলে এখন রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়াল ১১১ ৷ ফলে তিনিই এখন এক নম্বরে ৷ আর এই বিরল কৃতিত্বের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ঠাই পেলেনে পর্তুগিজ সুপারস্টার।

এদিন সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন,” গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডকে ধন্যবাদ। বিশ্ব রেকর্ড ভাঙার স্বীকৃতি পেতে সবসময় ভাল লাগে। চেষ্টা করব নতুন নম্বরের কীর্তিতে আরও উচ্চতায় নিজেকে নিয়ে যাওয়ার। নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাব এই চেষ্টাই করব।”

আরও পড়ুন:জল্পনার অবসান, ম্যানইউতে ৭ নম্বর জার্সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর








































































































































