এবার স্বঘোষিত নিজের ডেরাতেই বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি (PCC President) অধীর চৌধুরী (Adhir Chowdhury)। শুক্রবার মুর্শিদাবাদে (Murshidabad) বিক্ষোভের (Aggitation) মুখে পড়লেন অধীর। তাঁর কনভয় আটকে কালো পতাকা দেখানো হল। তোলা হলো “গো ব্যাক স্লোগান”! আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল রানিননগরে (Raninagar)।
অধীরের দাবি, দলের আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। যখন রানিনগরের গোধনপাড়ার কাছারি পাড়ায় তাঁর কনভয় যায়, তখনই গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ। কালো পতাকা দেখানো থেকে শুরু করে “গো ব্যাক”, স্লোগান, বাদ যায়নি কিছুই।
কিন্তু মুর্শিদাবাদের স্বঘোষিত বেতাজ বাদশাকে ঘিরে কেন এই বিক্ষোভ?
শাসক দল তৃণমূলের (TMC) দাবি, এলাকায় যাঁরা খুন হয়েছেন, তাঁদের পরিবারের লোকেরাই বিক্ষোভ দেখিয়েছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। কিন্তু আসল সময়ে খবর দেওয়া হলেও খুঁজে পাওয়া যায়নি অধীরকে। এখন রাজনীতি করতে এসেছেন। সেকারণেই জনরোষের মুখে পড়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন- এখনই হচ্ছে না নুসরত-নিখিলের বিচ্ছেদ, কারণ কী?
 
 
 

 
 

 
 
 
 
 




























































































































