হুগলির (Hoogli) দেবানন্দপুরে অবৈধভাবে গাছকাটার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)। দেবানন্দপুর স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন আমবাগানে কিছু লোক অবৈধভাবে গাছ কাটা হচ্ছিল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তুলিকা সরকারের (Tulika Sarkar) কাছ থেকে ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক। ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি সঙ্গে যোগাযোগ করেন তিনি। পুলিশ ঘটনাস্থলে যায়। যাঁরা গাছ কাটছিলেন তাঁদের আটক করে।

বিধায়ক বলেন, শ্রীকান্ত দাস নামে এক ব্যক্তির নির্দেশে এই গাছ কাটা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বিভিন্ন জায়গায় অতীতে যেভাবে প্রচুর গাছ কেটে এলাকাকে ফাঁকা করে দেওয়া হয়েছে তা আর হতে দেওয়া যাবে না। যাঁরাই এধরনের কাজ করবে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন- কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

































































































































