পানাগড় শিল্পতালুকে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই জানিয়ে দেন আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ আবার ‘বিশ্ববাংলা সম্মেলন’ করার চেষ্টা করা হবে। আর ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই টুইটে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে ধনকড়ের টুইটের জবাবে তাঁকে পাগলা দাশু পড়ার পরামর্শ দিয়ে মোক্ষম খোঁচা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে ধনকড় লেখেন,
“২০২০-র ২৫ অগাস্ট থেকে ৫টি বেঙ্গল গ্লোবাল সামিটের ১২ লাখ কোটি টাকার বিনিয়োগের বিস্তারিত মুখ্যমন্ত্রীর কাছে চাইছি। কিন্তু এক বছর যাবৎ তার কোনও উত্তর পাইনি।
বাণিজ্যিক পরিবেশের জন্য স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা প্রয়োজন।”
https://twitter.com/jdhankhar1/status/1433362135187279876?t=8FtFrHQKMBnjrv5baAaNkw&s=08
এর উত্তরে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, রাজ্যের কোনও বিষয়ে জবাব বিধানসভায় দেবে রাজ্য। রাজ্যপাল জানতে চাইলে তাঁকে প্রথা মাফিক উত্তর দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,
“আমি জগদীপ ধনকড়কে সুকুমার রায়ের লেখা ‘পাগলা দাশু’র সিরিজটি পড়ার পরামর্শ দিচ্ছি। আমার মনে হয় এটাতে তিনি কিছুটা সন্তুষ্ট হবেন।”
I would like to suggest @jdhankhar1 to read the series of PAGLA DASHU written by Sukumar Roy. Hope he will enjoy it and feel some kind of satisfaction. https://t.co/z8AkL0i2M8
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 2, 2021
সুকুমার রায়ের স্যাটেয়ারধর্মী এই লেখায় দাশু ওরফে দশরথের বিচিত্র কান্ডের বর্ণনা আছে। কুণালের এই ‘পরামর্শ’ থেকেই স্পষ্ট রাজ্যপালের এই মন্তব্য নিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন।
আরও পড়ুন- নদিয়ায় ৫৭ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর


































































































































