৫৭-তে পা দিলেন শিল্পী নচিকেতা চক্রবর্তী। বারেবারে আমরা তাঁর লুক বদলাতে দেখেছি। এবারে গোঁফহীন চাপদাড়িতে আরও বেশি তীক্ষ্ণ মনে হচ্ছে নচিকেতাকে। ধর্মের বাঘ আমাদের উঠোন ছেড়ে জঙ্গলে ফিরে যাক- এটাই আমাদের মাধ্যমে অনুরাগী ও বাংলার মানুষকে দেওয়া নচিকেতার জন্মদিনের বার্তা। তাঁর উক্তি,”হিসেব নাকি বলছে, আমি আজ ৫৭, এখনও ১৭-র মতো আগুন নিয়ে ঘুরছি”।
এদিকে, হাওড়ার আমতায় একটি বেসরকারি ফার্মাকোলজি কলেজে ৮০০ আসন বিশিষ্ট নচিকেতা মঞ্চ তৈরি হবে, ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন এমনটাই ঘোষণা করেছেন কলেজ কর্তৃপক্ষ। নচিকেতার ছবি আর বিভিন্ন গানের পংক্তি দিয়ে সাজবে প্রেক্ষাগৃহের অন্দরমহল।
আরও পড়ুন-পুলিশ দিবসে পথ নিরাপত্তা সচেতনতায় অভিনব উদ্যোগ তিলজলা ট্রাফিক গার্ডের
নয়ের দশকের শুরু থেকে বাংলা আধুনিক গানের ধারা, ভাবনা আর অভিমুখ বদলানোর প্রধানতম নাবিক নচিকেতা শুধু একজন গায়ক, সুরকার, লেখক নন বরং প্রতিবাদ প্রতিরোধের বারুদে ঠাসা সব ধরণের ধর্মীয় ও সামাজিক সংস্কারমুক্ত উন্নতমনা এক সমাজযোদ্ধা। ৪২ টি গানের অ্যালবামের মধ্যে ৯৭ শতাংশ হিট দিয়ে আধুনিক বাংলা গানের সবচেয়ে বাণিজ্যিকভাবে সফল গায়কই নচিকেতার নিজেকে না বিকিয়ে দেওয়া মনোভাব আজও অগুনতি অনুরাগীদের কাছে সম্ভ্রম ও জনপ্রিয়তার শীর্ষে।












































































































































