ডাইনোসরের সঙ্গে কথা বলছেন ঋষভ পন্থ( Rishav Panth)।শুনে অবাক লাগছে? অবাক হলেও সত্যি। লন্ডনের এক মলে রাখা ডাইনোসরের সঙ্গে কথা বলছেন ভারতের উইকেটরক্ষক ঋষভ পন্থ। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছেড়েছেন ভারতের আরেক ক্রিকেটার শার্দুল ঠাকুর( Shardul thakur)। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

পন্থের সেই ভিডিওটি ছেড়ে শার্দুল তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, “ডাইনোসরের সঙ্গেও কথা বলতে পারে পন্থ। তবে কী নিয়ে ‘কথা’ হচ্ছিল তা যদিও বোঝা যায়নি।”
আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে সময় কাটাচ্ছে ভারতীয় দল। তৃতীয় টেস্টের হারের ধাক্কা কাটিয়ে চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া।
আরও পড়ুন:সাফ কাপের আগে নিজেদের প্রস্তুত করতে মরিয়া সুনীল











































































































































