বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বিরহে দিনরাত মদ্যপান করতেন তাঁর ‘দ্বিতীয় স্বামী’ কৃষ্ণ কুণ্ডু। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কৃষ্ণ। যদিও সাতদিন আগেই এই হাসপাতালে থেকেই বাড়ি ফিরেছিলেন চন্দনার ‘দ্বিতীয় স্বামী’। ফের হাসপাতালে ভর্তি করতে হল তাঁকে।
আরও পড়ুন: শিল্পায়নের বার্তা: পানাগড়ে আজ পলিফিল্ম কারখানার শিলান্যাস মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার কৃষ্ণকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মেল মেডিক্যাল ওয়ার্ডে ভর্তি করলেন তাঁর প্রথম স্ত্রী রুম্পা। হাসপাতালে বসে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার এবং বিজেপি বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায়কে কার্যত হুঁশিয়ারি দেন। কৃষ্ণ বলেন, “রাজনীতির স্বার্থে আমার আর চন্দনার মধ্যে ব্যবধান তৈরি করা হচ্ছে। এর জন্য ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় এবং কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার দায়ী। দুর্নীতি করছে ওঁরা। এবার আমি ওঁদের মুখোশ খুলে দেব।”
আরও পড়ুন: বাংলার পিচে তৃণমূলের বাউন্সার, “উইকেট” বাঁচাতে দিশাহীন শুভেন্দু ছুটছেন বনগাঁয়
এদিকে স্বামী কৃষ্ণ কুণ্ডুর এহেন অবস্থার জন্য শালতোড়ার বিধায়ক চন্দনাকেই দায়ী করছেন রুম্পা। তিনি বলেন, তাঁর স্বামী পাগল হয়ে গিয়েছে। শুধু বলছে, চন্দনাকে নিয়ে আসবে। রুম্পার দাবি, চন্দনা যদি ওকে ভালবেসে বিয়ে করে থাকে, তাহলে তো এতদিনে খোঁজখবর করত। তা করেননি।