উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ গবেষক ছাত্রীর

0
1

ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এবার এক অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের মতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষক-ছাত্রী। ইতিমধ্যেই এই মর্মে যাদবপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন ওই মেধাবী ছাত্রী। গবেষক-ছাত্রী এখন হাসপাতালে ভর্তি।

 

জানা গিয়েছে, লিঙ্গুইস্টিক্সের (Linguistics) এক অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক-ছাত্রী। তাঁর দাবি, অধ্যাপক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। তাঁর উপর এখন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। যার জেরে অসুস্থ হয়ে ওই ছাত্রী এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুরো বিষয়টি তিনি যাদবপুর থানায় (Jadavpur PS) লিখিত অভিযোগ আকারে জানিয়েছেন।

 

গবেষক-ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গোচরেও বিষয়টি এনেছেন। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। সংশ্লিষ্ট আইসিসি (ICC) কমিটি বিষয়টির তদন্তও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলেই জানা যাচ্ছে।

 

অন্যদিকে, যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই অধ্যাপক অবশ্য এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি। তাঁর পাল্টা দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছেন ওই ছাত্রী।

advt 19