এসসি ইস্টবেঙ্গলে সই করলেন জ্যাকিচান্দ সিং

0
3

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। অমরজিৎ সিং, রোমিয়ো ফার্নান্দেজ, আদিল খান, শুভ ঘোষের পর এবার জ্যাকিচান্দ সিংকে সই করাল লাল-হলুদ শিবির। মুম্বই সিটি এফসি থেকে লোনে সই করলেন জ্যাকিচান্দ।

এসসি ইস্টবেঙ্গলে সই করার পর জ্যাকিচান্দ বলেন, “ইস্টবেঙ্গলে ফিরতে পেরে ভালো লাগছে। আমার উপর আস্থা রাখার জন্য দলকে ধন্যবাদ। লাল-হলুদ জার্সি গায়ে খেলতে মুখিয়ে রয়েছি।”

এদিকে সূত্রের খবর জয়নার লোরেঙ্কো, ড্যানিয়েল গোমস ও সংপু সিংসিটকে সই করাতে পারে এসসি ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:বাংলায় তৈরি হতে চলেছে উন্নতমানের টেবল টেনিস অ্যাকাডেমি, উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী