ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) রাজ্যে শিল্প নিয়ে আসার ব্যাপারে উদ্যোগী হয়েছেন। এই বিষয়ে একাধিক শিল্প সম্মেলন হয়েছে রাজ্যে। শিল্প বাড়লে, বাড়বে কর্মসংস্থান। সেই লক্ষ্যে শিল্প স্থাপনে উদ্যোগী মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে শিল্পতালুক। যার মধ্যে অন্যতম পানাগড় (Panagarh)। সেখানে ৪০০ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে পলিফিল্ম কারখানা। তার শিলান্যাস করতে আজ পানাগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে বেশকিছু ঘোষণাও করতে পারেন মুখ্যমন্ত্রী।

বুধবার, দুপুরে পানাগড় শিল্পতালুকে ওই বেসরকারি কারখানার শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। পানাগড় শিল্প তালুকের প্রতি বিনিয়োগকারীদের বিশ্বাস, আস্থা, আগ্রহ আরও বাড়াবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
টানা তিনবার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্প বিনিয়োগে বাড়তি মনোযোগ দিয়েছেন তিনি। একদিকে নতুন নতুন বিনিয়োগ এনে শিল্পতালুক গড়ে তোলা, অন্যদিকে সেই শিল্পকে সামনে রেখে নতুন নতুন কর্মসংস্থান- এই দুই লক্ষ্যেই রাজ্যে গড়ে উঠছে শিল্পতালুক। পানাগড়ে এভাবেই গড়ে উঠেছে শিল্পতালুক। এদিন শিলান্যাস অনুষ্ঠান থেকে আর কী কী ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেদিকে নজর সবার।
আরও পড়ুন:উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ গবেষক ছাত্রীর











































































































































