ময়দানে গাড়ি পার্কিং, রিপোর্ট তলব হাইকোর্টের

0
1

ময়দান এলাকায় কোনও ধরনের গাড়ি পার্কিং বন্ধের নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। সেই নির্দেশে শিথিলতার আর্জি জানায় ডালহৌসি অ্যাথলেটিক ক্লাব। তাদের আবেদন, সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ব্লু-জোনে রয়েছে তাদের ক্লাব৷ এই জোনে গাড়ি পার্কিং করা যায়৷ তাই তাদের গাড়ি পার্কিং-এর অনুমতি দেওয়া হোক। কার্যনির্বাহী প্রধান বিচারপতি বুধবার জানিয়েছেন, কোর্ট নিযুক্ত ৫ সদস্যের কমিটি এই আবেদন বিবেচনা এবং নির্ধারণ করে আদালতে রিপোর্ট পেশ করবে।অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, কমিটি ময়দানের সব ক্লাবের সাথে কথা বলে একটা রিপোর্ট তৈরি করে আদালতে জমা দেবে। মামলার পরবর্তী শুনানি আগামী নভেম্বরে৷

advt 19