মিশন ত্রিপুরা: সংগঠনকে জোরদার করতে আগরতলা পৌঁছলেন তৃণমূলের সুস্মিতা-ব্রাত্য

0
1

বিধানসভা নির্বাচনের ত্রিপুরার পরিবর্তনের ডাক দিয়েছে তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরার(Tripura) প্রতিটি কোনায় পৌঁছে যাচ্ছে সেই পরিবর্তনের ডাক। বাংলা ভাষাভাষীর এই রাজ্যে জোর কদমে শুরু হয়েছে তৃণমূলের(TMC) রাজনৈতিক কর্মসূচি। দলের নির্দেশে এবার ত্রিপুরায় তৃণমূলের সংঘর্ষ জোরদার করতে আগরতলায় পা রাখলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া সুস্মিতা দেব(Sushmita Dev) ও বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(BratyaBasu) বুধবার সকালের বিমানেই আগরতলায় পৌঁছেছেন তৃণমূলের এই দুই নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর ত্রিপুরাতে এই দফায় টানা ১৫ দিনের কর্মসূচি রয়েছে সুস্মিতা দেবের। রাজ্যের ৮ জেলার ৬০ বিধানসভা কেন্দ্রে ঘুরে জনসংযোগ করবেন তিনি। দলীয় বৈঠক করার পাশাপাশি মিছিল করবেন ত্রিপুরায়। বুধবার আগরতলা পৌঁছে ত্রিপুরার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীররঞ্জন মজুমদারের স্ত্রী মিলনপ্রভা মজুমদারের সঙ্গে দেখা করবেন সুস্মিতা। পরদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিয়ে একাধিক দলীয় বৈঠকে যোগ দেবেন। পাশাপাশি, ত্রিপুরায় কর্মচ্যুত আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সুস্মিতা দেব। এরপর ত্রিপুরার বিভিন্ন স্তরের মানুষের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দেবেন। একাধিক বৈঠকের পাশাপাশি পদযাত্রার কর্মসূচিও রয়েছে সুস্মিতার।

আরও পড়ুন:প্রয়োজনে ফের ড্রোন হামলা হবে আফগানিস্তানে, হুঁশিয়ারি পেন্টাগনের

এদিন ত্রিপুরা পৌঁছনোর আগে কলকাতা বিমানবন্দরে তা নিয়ে ব্রাত্য বসু বলেন, “ত্রিপুরার বহু বিজেপি বিধায়ক বিপ্লব দেবের সরকারে থেকে রীতিমতো বীতশ্রদ্ধ হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। ত্রিপুরায় বিজেপি সরকার আর মাত্র কয়েক মাসের অতিথি।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র করে ত্রিপুরা জুড়ে সাধারণ মানুষের উন্মদনা চোখে পড়ার মতো। বাংলা থেকে দফায় দফায় দলীয় নেতৃত্ব এসে কর্মসূচি যেমন নিচ্ছেন, তেমনি সক্রিয় ত্রিপুরার নেতারাও। কলকাতা থেকে সুজাতা মণ্ডল, জয়া দত্ত, পারমিতা সেনরা তো আছেনই, সুবল ভৌমিক, আশিসলাল সিংয়ের মতো ত্রিপুরার পোড় খাওয়া নেতারা রোজই নতুন নতুন যোগদান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। বিজেপি, কংগ্রেস ও সিপিএম ছেড়ে বহু রাজনৈতিক কর্মী সদলবলে নাম লেখাচ্ছেন তৃণমূলে। বিভিন্ন দলের গণসংগঠনগুলি থেকেও প্রচুর মানুষ যোগ দিচ্ছেন।

advt 19