আইসিসি ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ ষষ্ঠ স্থানে বিরাট, বোলিং-এ দ্বিতীয়তে অশ্বিন

0
8

সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির( Virat kohli)। আইসিসির ( icc) টেস্ট ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এ পতন হল ভারত অধিনায়কের। র‍্যাঙ্কিং-এ ছয় নম্বরে নেমে গেলেন তিনি। শুধু তাই নয়, এই র‍্যাঙ্কিং-এ বিরাটকে টপকে গেলেন ভারতের আরেক ব‍্যাটসম‍্যান রোহিত শর্মা। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ পঞ্চম স্থানে উঠে এলেন হিটম‍্যান।

বুধবারই প্রকাশিত হল আইসিসি টেস্ট ব‍্যাটসম‍্যানদের র‍্যাঙ্কিং-এর তালিকা। সেখানে শীর্ষ স্থানে রয়েছেন ইংল‍্যান্ড অধিনায়ক জো রুট। দীর্ঘ ছয় বছর পর শীর্ষ স্থানে উঠে এলেন তিনি। ভারতের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাট করার সুবাদে শীর্ষে উঠে এলেন তিনি। রুটের পয়েন্ট সংখ‍্যা ৯১৬।  দ্বিতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। ৯০১ পয়েন্ট রয়েছে উইলিসনের। তৃতীয় স্থানে স্টিভ স্মিথ। ইংল‍্যান্ডের বিরুদ্ধে ব‍্যাটে রান না পাওয়ার কারণে ষষ্ঠ স্থানে নেমে গেলেন বিরাট কোহলি।

এদিকে আইসিসি টেস্ট বোলিং-এর র‍্যাঙ্কিং এ শীর্ষে রয়েছেন প‍্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন:জল্পনার অবসান, এটিকে মোহনবাগানেই থাকছেন প্রবীর, জানালেন নিজেই