বচসার জেরে অ্যাসিড হামলা খাস কলকাতায়, আহত ৪

0
2

আবার অ্যাসিড হামলা কলকাতায়। আহত হয়েছেন ৪ জন। ঘটনাটি ঘটেছে আনন্দপুরের রেল কলোনি এলাকায়। এলাকার বাসিন্দাদের দাবি, গৌতম মিত্র ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকলে তাঁর মেয়ে তার বন্ধুকে বাড়িতে নিয়ে আসে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগ, ওই কথা শুনেই প্রচণ্ড রেগে যান গৌতম ও তার স্ত্রী সঞ্চালিকা মিত্র। এনিয়ে দুপক্ষের মধ্যে প্রবল বচসা শুরু হয়ে যায়।

আরও পড়ুন-বজ্রপাতের হাত থেকে রক্ষা করবে ‘ছাতা’! এই মডেল তৈরি তাক লাগিয়ে দিয়েছে ষষ্ঠ শ্রেণীর এই ছাত্র

ওই বচসা শুনে গৌতমের বাড়ির সামনে জড়ো হন আরও অনেক প্রতিবেশীরা। অভিযোগ, এর মধ্যেই ঘর থেকে অ্যাসিড নিয়ে এসে প্রতিবেশীদের দিকে ছুঁড়ে দেন। এতেই জখম হন ৪ জন। গীতা চৌধুরী নামে এক মহিলার চোখে অ্যাসিড লেগেছে, স্বপ্না মণ্ডল ও ঝর্ণা হালদার নামে ২ মহিলার পিঠে অ্যাসিড লেগেছে। রাখী দাস নামে আরও একজনও ওই হামলায় গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন-চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে! নিশীথের নির্দেশে বোমা তৈরি করে হত হামলা

এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই প্রেমিক-প্রেমিকা সহ ৪ অভিযুক্তকে আটক করেছে তারা। আহতদের ভর্তি করা হয়েছে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে।

advt 19