টোকিও প্যারালিম্পিক্সে (tokyo paralympics) আবারও পদক জয় ভারতের। মঙ্গলবার পুরুষদের ১০ মিটার পিস্তল শ্যুটিংয়ে ব্রোঞ্জ পদক জয় করলেন সিংহরাজ(Singharaj)।

টোকিও প্যারালিম্পিক্সে একের পর এক পদক জয় ভারতের। এবার ব্রোঞ্জ পদক জয় করলেন ভারতীয় শ্যুটার সিংহরাজ। তিনি পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল পিস্তল এসএইচ ওয়ান (SH1)ফাইনালে অংশগ্রহণ করেছিলেন। সেখানেই বাজিমাত করলেন তিনি। এদিন তাঁর মোট স্কোর দাঁড়ায় ২১৬.৮ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে পোডিয়ামে তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন।
আরও পড়ুন:ফের লাল-হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন রোমিও ফার্নান্ডেজ










































































































































