ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বেঙ্গালুরুতে বিধায়ক-পুত্র সহ মৃত ৭ , রাজস্থানের নাগৌরে মৃত ১১

0
1

দেশের দুই রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ জনের। আহত একাধিক। একদিকে, রাজস্থানের নাগৌরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। অন্যদিকে, বেঙ্গালুরুতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিধায়ক-পুত্র সহ ৭ জনের।

আজ, মঙ্গলবার সকালে রাজস্থানের নাগৌরে একটি ট্রাক ও ক্রুজারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ১১ জনের মৃত্যু হয়। ৮ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। বাকি ৩ জনের মৃত্যু হয় হাসপাতালে।  ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন – অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ, স্বস্তি দিয়ে কমছে মৃত্যুও

অন্যদিকে, কর্ণাটকের বেঙ্গালুরুর করমঙ্গল এলাকায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের।  জানা গিয়েছে,  প্রচণ্ড গতিতে আসা একটি অডি গাড়ি ধাক্কা মারে লাইটপোস্টে।  দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনাটি ঘটেছে প্রায় রাত আড়াইটার দিকে। নিহতদের মধ্যে তিনজন মহিলা ছিলেন। সব যাত্রীর বয়স কুড়ির কোটায়। নিমেষের মধ্যে দুমড়ে মুচড়ে যায় সেটি। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে তামিলনাড়ুর হোসুরের ডিএমকে বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে করুণা সাগর ও পুত্রবধূ বিন্দুও ছিলেন। দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

& advt 19