মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরেও পাশ ১০০ শতাংশ পরীক্ষার্থী

0
5

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরেও ১০০ শতাংশ পরীক্ষার্থীই পাশ করলেন। মঙ্গলবার রোল নম্বর দিয়ে বিকেল তিনটে থেকে http://www.wbresults.nic.in/ এবং https://www.exametc.com/ ওয়েবসাইটের মাধ্যমে ফল জানানো হয়। প্রায় ১ লক্ষ পরীক্ষার্থীর ফল প্রকাশিত হয়।

আরও পড়ুন-ভ্যাকসিন ইস্যুতে আরও কড়া হয়ে একগুচ্ছ নির্দেশ নবান্নের, কুপন ছাড়া টিকা নয়

এদিন BA, BSc, BCom Honours, General ও মেজরের ষষ্ঠ সেমেস্টারের ফলপ্রকাশ হয়েছে। যাঁরা ১+১+১ পদ্ধতিতে পরীক্ষা দিয়েছেন তাঁদেরও চূড়ান্ত পরীক্ষার ফলপ্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, সমস্ত পরীক্ষার্থীরা এবার ডিজিটাল মাধ্যমে পরীক্ষা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজ্যের উচ্চ শিক্ষাদফতরের নির্দেশ অনুযায়ী ৩১ অগাস্টের মধ্যেই স্নাতকের ফল প্রকাশ করল কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন-দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে বাদ মহাশ্বেতা দেবীর গল্প, রাজনৈতিক অভিসন্ধি দেখছেন অধ্যাপকরা

এদিন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেছেন, “করোনাকালে সিবিসিএস পদ্ধতিতে এই প্রথম চূড়ান্ত ফল প্রকাশিত হল। গোটা প্রক্রিয়া আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। তবে তা আমরা সফলভাবে সম্পন্ন করতে সমর্থ হয়েছি। বুধবার থেকে কলেজগুলিকে মার্কশিট দেওয়া হবে।”

advt 19