রাজনাথের হুঙ্কার, প্রয়োজনে অন্য দেশের সীমানায় ঢুকে জঙ্গি খতম করবে নয়াদিল্লি

0
2

নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। এবার কড়া ভাষায়। বললেন, ভারত নিজের দেশে ঢুকে পড়া জঙ্গিদের তো খতম করবেই। প্রয়োজনে অন্য দেশের মধ্যে ঢুকে জঙ্গিদের খতম করতে পিছপা হবে না।

রবিবার তামিলনাড়ুতে ডিফেন্স রিসার্চ অ্যাকাডেমির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের প্রসঙ্গ টেনে আনেন রাজনাথ সিং। তালিবান জঙ্গিদের সমর্থন করা নিয়ে পাকিস্তানের উপর ভারত ইতিমধ্যেই ক্ষুব্ধ। শুধু তাই নয়, এই সুযোগে কান্দাহারে পাক মদতপুষ্ট মাসুদ আজহারের সক্রিয় হয়ে ওঠা নিয়ে নয়াদিল্লিও গুটি সাজাচ্ছে। সেই ক্ষোভ ঝরে পড়ল রাজনাথের কথায়। তিনি বললেন, প্রতিবেশী দেশের লজ্জা নেই। পরপর দুটি যুদ্ধে হেরেছে। তারপরেও ভারতের অনিষ্ট করার ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি শুধু মনে করিয়ে দিতে চাই, দেশ কেন, প্রয়োজনে অন্য দেশের মধ্যে ঢুকে জঙ্গিদের খতম করা হবে। অনর্থক ছায়াযুদ্ধ চালাচ্ছে তারা। এর ফল মারাত্মক হবে।

আরও পড়ুন: পরিচালকের নামে ভুয়ো অ্যাকাউন্ট থেকে সিরিয়ালের অভিনেত্রীকে কুপ্রস্তাব

কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তান ও জঙ্গিদের তৎপরতায় নয়াদিল্লিও যথেষ্ট তৎপর। দেখার বিষয়, পাঞ্জাব-উত্তরপ্রদেশের ভোটের আগে দেশাত্মবোধের জিগির বিজেপি কতখানি তুলতে পারে।

advt 19