শিক্ষক-পুত্র ভরণপোষণ দেয় না! অভিযোগ তুলে তারকেশ্বর থানার দ্বারস্থ বৃদ্ধ

0
1

স্কুলশিক্ষক ছেলে ভরণপোষণ না দেওয়ায় পুলিশের দ্বারস্থ ৭৪ বছরের বৃদ্ধ বাবা। নিন্দার ঝড় তারকেশ্বর (Tarakeswar) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) স্ত্রী ছবছর আগে মারা যান। তারপর থেকেই ছেলে মানিক ঘোষ (Manik Ghosh) তাঁর কোনও দায়িত্ব নেননি বলে অভিযোগ। নাম মাত্র খাবার দিয়ে কর্তব্য পালন করেছেন ছেলে। ছবছর বিভিন্ন জায়গায় ঘুরে কোথাও সুরাহা না মেলায় অবশেষে তারকেশ্বর থানার দ্বারস্থ হন ৭৪ বছরের বৃদ্ধ রবীন্দ্রনাথ ঘোষ।

৪৫ বছর বাসের কন্ডাক্টারের কাজ করে সংসার চালিয়ে একমাত্র ছেলেকে বড় করেছেন রবীন্দ্রনাথ। ছেলে প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েও বাবার প্রতি এহেন আচরণ নিজের দুর্ভাগ্য মনে করছেন তিনি।

যদিও ছেলে মানিক ঘোষের দাবি, তাঁর বিরুদ্ধে বাবার অভিযোগ মিথ্যে। ২০০৬ সাল থেকে সংসারের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। প্রাইমারি স্কুলে চাকরি করে ছয় জনের সংসার চালাতে হয় তাকে। প্রতি মাসে বাবাকে দেড় হাজার টাকার উপর হাতখরচ দেন।

আরও পড়ুন:রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের এজেন্সি ব্যবহার: ডেরেকের টুইটে চূড়ান্ত কটাক্ষ

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই বাড়িতে বাবা ছেলের অশান্তি চলছে। সে কারণেই হয়তো বাবা থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দু’পক্ষকে থানায় ডেকে বিষয়টি মীমাংসা করার কথা ভাবছে তারকেশ্বর থানার পুলিশ।

advt 19