কাবুল বিমানবন্দর সিল করল তালিবান। বিমানবন্দর চত্বরে আটকে কুড়ি জনের বেশি ভারতীয়। তালিবানের দাবি, বিমানবন্দরে অকারণে ভিড় এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিমানবন্দরগামী রাস্তাগুলিতে বাসনা হয়েছে চেক পয়েন্ট।
ন্যাটোর বিমান ছাড়তেই কাবুল বিমানবন্দর সিল করে দেয় তালিবান জঙ্গি গোষ্ঠী। ফলে বিমানবন্দর চত্ত্বরে আটকে রয়েছে বিভিন্ন দেশের নাগরিকরা। তাদের দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
আরও পড়ুন-ত্রিপুরা: কর্মীদের কথা শুনছেন না BJP-র শীর্ষ নেতৃত্ব, কর্মিসভায় সরব সুদীপসহ পাঁচ MLA
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দাবি, তাঁর নিরাপত্তা সূত্র জানিয়েছে, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুলে আরও একটি হামলা হতে পারে। সেই কারণে মার্কিন সেনাকে সতর্ক থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, নাশকতার সতর্কবার্তা জারি থাকায় এই মুহূর্তে কাবুলে পাঠানো যাচ্ছে না ভারতীয় বায়ুসেনার বিমান। জানা গিয়েছে, মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করে কাবুল বিমানবন্দর চত্ত্বরে আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের চেষ্টা চলছে।














































































































































