রাজ্যজুড়ে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ

0
1

রাজ্যজুড়ে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার গোটা দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও কলকাতার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের।

বেশ কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বেশকিছু জেলায়। রবিবারও সেই পরিস্থিতি বদল না হলেও দাপট কমতে পারে বৃষ্টির। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা ও মাঝারি ধরণের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলায়।

আরও পড়ুন: দেশে কমলো দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় কোভিডে মৃত ৪৬০

এদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেখানে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কিছু পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা৷ তবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advt 19