টলিউডের নামকরা পরিচালকের নামে ভুয়ো অ্যাকাউন্ট (Account) খুলে সিরিয়ালের (Serial) অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। পরিচালক রবি কিনাগির (Ravi Kinagi) নামে ফেসবুকে (Facebook) তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট (Friend Request) পাঠানো হয় বলে অভিযোগ করেন টিভি সিরিয়ালের অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। এরপরই মেসেঞ্জারে (Messenger) নায়িকা হওয়ার টোপ দিয়ে দিয়ে কু-প্রস্তাব দেওয়া হয় ওই প্রোফাইল থেকে।
মেসেঞ্জারে স্ক্রিন শট তুলে তা নিজের প্রোফাইলে শেয়ার করেন পায়েল। পরে ওই প্রোফাইল খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন পরিচালকের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে। এরপরই ই মেল করে লালবাজার ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানান পায়েল সরকার।
এই বিষয়ে পরিচালক রবি কিনাগি জানান, এনিয়ে তিনিও আইনি পরামর্শ নিচ্ছেন। এর আগেও তার নাম ব্যবহার করে এ ধরনের প্রোফাইল খোলা হয়েছিল পরে তা পুলিশের সাহায্য নিয়ে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি, তিনি বলেন, অভিনেতা-অভিনেত্রীরা কাজের দরকারে ফোনে কথা বলুন সোশ্যাল মিডিয়ায় নয়।
আরও পড়ুন:দেশে কমলো দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় কোভিডে মৃত ৪৬০