ছয় তারের তানপুরা: গুরুর প্রতি শ্রদ্ধা প্রবাসী শিষ‍্যার

0
1

শতবর্ষ পালিত হচ্ছে কিরানা ঘরানার বিশিষ্ট শিল্পী পন্ডিত এ টি কাননের (A T Kanan)। বই লিখে গুরুকে শ্রদ্ধা জানালেন প্রবাসী বাঙালি চন্দ্রা চক্রবর্তী (Chandra Chakraborty)। পন্ডিত এ টি কানন ও তাঁর স্ত্রী বিশিষ্ট শিল্পী মালবিকা কাননের (Malabika Kanan) স্মরণে ‘ছয় তারের তানপুরা’ নামের বই প্রকাশ হল কলকাতা প্রেস ক্লাবে (Calcutta Press Club)। ছিলেন তবলাশিল্পী পন্ডিত কুমার বোস (Kumar Bose), সরোদিয়া পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার (Tejendranarayan Majumder) সহ বিশিষ্টরা।

বইটির লেখিকা চন্দ্রা চক্রবর্তী পন্ডিত এ টি কাননের ছাত্রী। গুরুর জন্ম শতবর্ষ পালনের অঙ্গ হিসাবে তাঁকে শ্রদ্ধা জানাতেই এই গ্রন্থ প্রকাশ বলে জানান চন্দ্রা। বর্তমান সময়ে এই ধরনের বই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের। গুরুর প্রতি শিষ‍্যার এই শ্রদ্ধা প্রশংসনীয় বলে মত পন্ডিত কুমার বোসের। বইটির প্রকাশক বই চিত্র প্রকাশনা।

আরও পড়ুন:ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদা’, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আর্জি আবহাওয়াবিদদের