কাপিসা প্রদেশ দখল করতে গিয়ে বড়সড় ধাক্কা খেল তালিবান

0
1

আফগানিস্তানের কাপিসা প্রদেশ দখল করতে গিয়ে বড়সড় বাধার মুখে পড়ল তালিবান। সে দেশের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহর বাহিনীর সামনে পড়ে বিপুল ক্ষয়ক্ষতি হল তালিবানের। কাপিসার সানজান এবং বাঘলানের খোস্ত ওয়া ফেরেং এলাকায় দুই বাহিনীর সংঘর্ষ ঘটেছে। প্রাথমিক ভাবে তালিবানরা বিপাকে পড়েছে বলেই একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর। সংঘর্ষে বহু তালিবানের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুলে ফের হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন বাইডেন

সম্প্রতি আমরুল্লা সালেহ একটি টুইটে বিশ্বের কাছে বার্তা দিয়ে লেখেন, ‘সন্ত্রাসবাদের কাছে এই বিশ্ব যেন মাথা নত না করে। কাবুল বিমানবন্দর যেন মানবতার হাড়িকাঠ না হয়ে ওঠে। আমরা যেন নিজেদের উপর বিশ্বাস রাখি। কারণ হেরে যাওয়া মানসিকতা সন্ত্রাসবাদীদের থেকেও ভয়ঙ্কর। মনের জোর হারাবেন না।’
গোটা আফগানিস্তান জুড়েই চলছে তালিবানি সন্ত্রাস। শুধুমাত্র পঞ্জশির প্রদেশ এখনও পর্যন্ত তারা কব্জা করতে পারেনি। তবে এলাকা ঘিরে ফেলেছে তালিবান যোদ্ধারা। কিন্তু তা সত্ত্বেও সেখানে সালেহ-র বাহিনীর কাছে নাকাল হতে হচ্ছে তালিবানদের।

advt 19