এবার ভুয়ো সাংবাদিক ধরতে মাদ্রাজ হাইকোর্টের কড়া পদক্ষেপ। তামিলনাড়ু সরকারকে প্রেস কাউন্সিল গঠনের নির্দেশ দিল আদালত।
কাদের নিয়ে গঠন করা হবে এই প্রেস কাউন্সিল?
নির্দেশিকায় বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, অভিজ্ঞ সাংবাদিক, সরকারি ও পুলিশ আধিকারিকদের নিয়ে প্রেস কাউন্সিল গঠন করা হবে।
প্রেস কাউন্সিলের উপর কী কী দায়িত্ব থাকছে?
১) মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তামিলনাড়ুর যেকোনও প্রেস ক্লাব, সাংবাদিক সংগঠনকে স্বীকৃত করার দায়ভার প্রেস কাউন্সিলবের উপর।
২) সংগঠনগুলির অন্দরের ম্যানেজমেন্টও নির্ধারিত হবে প্রেস কাউন্সিল দ্বারাই।
আরও পড়ুন: মাদককাণ্ডে এবার গ্রেফতার জনপ্রিয় বলিউড অভিনেতা আরমান কোহলি
৩) সাংবাদিকদের গণপরিবহনে ছাড় বা অন্যান্য সুবিধা এবার সরাসরি রাজ্য সরকার নয়, বরং তার জন্য অনুমতি নিতে হবে প্রেস কাউন্সিলের থেকেই।
৪) ভুয়ো সাংবাদিক ধরা পড়লে তার কড়া শাস্তির ব্যবস্থা করবে কাউন্সিল। প্রয়োজনে সংবাদমাধ্যমগুলিকে তলব করার অনুমতিও থাকছে কাউন্সিলের উপর।
করোনাকালে গাড়ির সামনে প্রেস স্টিকার লাগিয়ে বহু ভুয়ো সাংবাদিকে ঘুরতে দেখা গিয়েছে। হাতেনাতে ধরাও পড়েছে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে ধৃতদের কেউ কেউ আবার বড় অপরাধের সঙ্গে জড়িত। এমন পর্যবেক্ষণ বিচারপতি এন কিরুবাকরণ ও পি ভেলমুরুগণের ডিভিশন বেঞ্চের।














































































































































