এবার জনপ্রিয় লোকশিল্পী ফাওয়াদ আন্দারাবিকে খুন করল তালিবানরা

0
1

কাবুল কব্জার পর তালিবান সন্ত্রাস চলছে আফগানিস্তানে। এবার এক জনপ্রিয় সঙ্গীতশিল্পী, ফাওয়াদ আন্দারাবিকে খুনের অভিযোগ উঠল তালিবানের বিরুদ্ধে। সংবাদমাধ্যম আসভাকা নিউজ-এর কাছে আফগানিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ মন্ত্রী মাসুদ আন্দারাবি তেমনই দাবি করেছেন।

আরও পড়ুন:ত্রিপুরা: সুবল ভৌমিকের হাত ধরে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিলেন ৫৪ জন নেতা-কর্মী
এর আগে কৌতুক শিল্পী নাজার মহম্মদকেও হত্যার অভিযোগ উঠেছিল তালিবানদের বিরুদ্ধে। আফগানিস্তানের আন্দারাব উপত্যকা এলাকার জনপ্রিয় লোকসংগীত শিল্পী ফাওয়াদ। অভিযোগ, কৃষ্ণাবাদ গ্রামের বাসিন্দা ফাওয়াদকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে তালিবানরা। মাসুদ আন্দারাবির অভিযোগ, আফগানিস্তান জুড়ে শিল্পীদের উপর নৃংসশ অত্যাচার চালাচ্ছে তালিবানরা। শিল্পীদের খুঁজে বার করে হত্যা করা হচ্ছে।
কাবুল দখলের পর সঙ্গীতকে নিষিদ্ধ করেছে তালিবান। তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছিলেন, “ইসলামে সঙ্গীত কঠোর ভাবে নিষিদ্ধ। সঙ্গীত থেকে তাই দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আফগানদের।” তাই মুখে শান্তির কথা বললেও, বাস্তবে নৃশংস কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তালিবানরা।

advt 19