ইতিহাস তৈরি করলেন ভাবিনাবেন প্যাটেল( Bhavinaben Patel)। টোকিও প্যারালিম্পিক্সে( Tokyo Paralympics) টেবিল টেনিসে রুপো জিতেছেন তিনি। প্রথমবার অংশ গ্রহন করেই পদক জয়। রুপো জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভেসে যান ভাবিনাবেন। ভাবিনাবেনকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ( president of india ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi), মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(mamata banerjee) , সচিন তেন্ডুলকর( sachin tendulkar) থেকে বীরেন্দ্র সেহবাগ( Virender sehwag)।
এদিন রাষ্ট্রপতি টুইটারে লেখেন,” অনেক অভিনন্দন। তোমার এই রুপো জয় দেশকে প্রেরণা জোগাবে। ”
Bhavina Patel inspires the Indian contingent and sportslovers winning silver at #Paralympics. Your extraordinary determination and skills have brought glory to India. My congratulations to you on this exceptional achievement.
— President of India (@rashtrapatibhvn) August 29, 2021
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” ভাবিনাবেন প্যাটেল ইতিহাস তৈরি করেছেন। রুপো জয়। তার এই জয়যাত্রা দেশবাসীকে অনুপ্রেরণা জোগাবে।”
The remarkable Bhavina Patel has scripted history! She brings home a historic Silver medal. Congratulations to her for it. Her life journey is motivating and will also draw more youngsters towards sports. #Paralympics
— Narendra Modi (@narendramodi) August 29, 2021
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,” অনেক অভিনন্দন রুপো জয়ের জন্য।”
Heartiest congratulations to Bhavina Patel for winning the silver medal at #TokyoParalympics.
We are extremely proud of you for this historic win! Wishing you the very best in all your future endeavours.
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2021
প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর লেখেন,” অনেক অভিনন্দন ভাবিনাবেন প্যাটেলকে। এটা একটা ঐতিহাসিক জয়। সব পদকই দেশের ক্রীড়াকে অনুপ্রেরণা জোগাবে।”
What a wonderful news for all of 🇮🇳 on #NationalSportsDay. Congratulations on the silver medal @BhavinaPatel6. This is a historic achievement!
Every medal we win will inspire millions into the sport, & sow the seeds for more medals in future. Good start for us at #Paralympics . pic.twitter.com/4f0pz0hKuc
— Sachin Tendulkar (@sachin_rt) August 29, 2021
বীরেন্দ্র সেহবাগ লেখেন,” অনেক অভিনন্দন ভাবিনাবেন প্যাটেল। এটা একটা ঐতিহাসিক জয়। ”
Congratulations to #BhavinaPatel for creating history by winning India's first silver medal in women's singles class 4 table tennis event at the ongoing #TokyoParalympics .
A wonderful display of focus , hardwork and mental strength. pic.twitter.com/Ijh9LmfBTo— Virrender Sehwag (@virendersehwag) August 29, 2021
আরও পড়ুন:টোকিও প্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতলেন ভাবিনাবেন প্যাটেল