বাংলাদেশে ভয়াবহ নৌকাডুবি, দুর্ঘটনায় মৃত বেড়ে ২২!

0
2

বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় ভয়াবহ নৌকাডুবি। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২। অভিশপ্ত নৌকাটির বহু যাত্রীর এখনও কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে চলছে জোরকদমে তল্লাশি। ভরা বর্ষার নদীতে কতজন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে, তা নিয়ে সংশয়ে উদ্ধারকারীরা।

নৌকাডুবির ঘটনায় বালিবাহী ট্রলারের চালক-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দারাই তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ব্রাহ্মণবেড়িয়া জেলাসদরের দিকে যাচ্ছিল। বিজয়নগর উপজেলায় তিতাস নদে বালিবাহী একটি ট্রলারের সঙ্গে ওই নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। ওই যাত্রীবাহী নৌকাটির পিছনে ছিল বালিবোঝাই আরও একটি ট্রলার। সেটিও ওই নৌকাটিতে সজোরে ধাক্কা মারে। ওই ধাক্কাতেই যাত্রীবাহী নৌকাটি উল্টে যায়। অভিশপ্ত নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে এগিয়ে আসেন। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে।

আরও পড়ুন- রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের সময়সীমা, খুলছে কোচিং সেন্টার

advt 19