কলকাতার বুকে উদ্ধার বিপুল আফগানি মুদ্রা! গ্রেফতার ২

0
1

আফগানিস্তানে তালিবানি তাণ্ডবের মাঝেই খোদ কলকাতা শহর থেকে উদ্ধার হল বিপুল আফগানিস্তানের মুদ্রা। প্রায় ৩০ লক্ষ আফগানের মুদ্রা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার মহাকরণের কাছে বিবাদি বাগ এলাকায় হানা দেন গোয়েন্দারা। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করেছে শুল্ক দফতর।

আরও পড়ুন: রাজনাথের হুঙ্কার, প্রয়োজনে অন্য দেশের সীমানায় ঢুকে জঙ্গি খতম করবে নয়াদিল্লি

তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৯ লক্ষ ৯০ হাজার আফগানি মুদ্রা। ভারতে এই মুদ্রার মূল্য ২৫ লক্ষ ৮০ হাজার টাকা। ধৃত দুই ব্যক্তি আফগানিস্তানের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় আফগানিস্তানের বাসিন্দারা বসবাস করেন, যাঁরা কাবুলিওয়ালা বলেই পরিচিত। তাঁরা সুদে ঋণ দেওয়ার ব্যবসা করেন। কিন্তু ওই ব্যবসার লেনদেন হয় ভারতীয় টাকায়। সেখানে আফগানিস্তানে টাকা কীভাবে কলকাতায় এল, তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

advt 19