গত কয়েকদিন ধরে দেশের টানা বেড়েছে দৈনিক সংক্রমণের হার। তবে শেষ ২৪ ঘন্টায় সামান্য হলেও কমবে সংক্রমণ ও মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় কোভিডে(Covid) দেশে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন।
রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের(health ministry) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৮৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। একদিনে দেশে প্রাণ হারালেন ৪৬০ জন। এর মধ্যে শুধু কেরল এই আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২৬৫। পাশাপাশি এই রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫৩ জনের। এদিকে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৯৫ হাজার ৩০। পাশাপাশি এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৭ হাজার ৮৩০ জন।
আরও পড়ুন:এবার ভুয়ো সাংবাদিক ধরতে কড়া পদক্ষেপ হাইকোর্টের, প্রেস কাউন্সিল গঠনের নির্দেশ
সরকারি তথ্য অনুযায়ী করোনা মোকাবিলায় টিকাকরণে গতি বাড়িয়েছে ভারত সরকার। দেশে এখনো পর্যন্ত ৬৩ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই ৭৩ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতি সামাল দিতে জোরকদমে শুরু হয়েছে টেস্টিং প্রক্রিয়াও। শেষ ২৪ ঘন্টায় ১৭ লক্ষ ৫৫ হাজার ৩২৭ টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর।