বিজেপি-শাসিত রাজ্য ছিনিয়ে আনবে তৃণমূল, পারলে আটকে দেখাক: চ্যালেঞ্জ অভিষেকের

0
3

বিজেপি-শাসিত রাজ্য ছিনিয়ে আনবে তৃণমূল, পারলে আটকে দেখাক- তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই ভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। শনিবার, অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay ) আগে বক্তব্য রাখতে ওঠেন অভিষেক। একের পর এক ইস্যুতে বিজেপিকে (Bjp) তীব্র নিশানা করেন তিনি। আগামী দিনে ত্রিপুরাই (Tripura) যে তৃণমূলের লক্ষ্য এদিন ফের সেকথা বুঝিয়ে দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যান্য বিজেপিশাসিত রাজ্যেও পদ্ম শিবিরকে কড়া চ্যালেঞ্জ জানাবে তৃণমূল- সাফ জানিয়ে দেন অভিষেক।

আরও পড়ুন: “দেশ বাঁচাবে মমতা” স্লোগানে রাজ্যজুড়ে পালিত TMCP প্রতিষ্ঠা দিবস

ত্রিপুরায় সংগঠন মজবুত করতে শুরু করেছে তৃণমূল। আর তাতেই বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ছাত্র-যুবদের নিয়ে লড়াই চলবে”। এরপরেই এজেন্সি দিয়ে ভয় দেখানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান অভিষেক। তিনি বলেন, “যাঁরা ভাবছেন ইডি-সিবিআইয়ের হুমকি দিয়ে দমিয়ে রাখবে, তাঁদের বলছি যত এসব করবেন, তত আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। ইডি-সিবিআই (Ed-Cbi) দিয়ে ধমক-চমক দিয়ে কাজ হবে না।  কারও সাহস থাকলে তৃণমূলকে রুখে দেখাক”।

তৃণমূল সাংসদ বলেন, “অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ জানাচ্ছি। পারলে থামিয়ে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ত্রিপুরায় লড়াই শুরু হয়েছে। সেখানে সরকারও আমরাই গড়ব”। যতদিন না পর্যন্ত বিজেপিকে উৎখাত করা হচ্ছে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই জারি থাকবে- বার্তা অভিষেকের।

advt 19