ফের অসুস্থ হয়ে পড়লেন বিষ্ণুপুর টেন্ডার দুর্নীতির প্রধান অভিযুক্ত বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায় (Shyamaprasad Mukherjee)। শনিবার, আচমকা তাঁর বুকে ব্যথা হওয়ায় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আনা হয়। ওই হাসপাতালেই আপাতত ভরতি রয়েছেন তিনি। পুলিশি হেফাজতেই চলছে চিকিৎসা। প্রসঙ্গত চার-পাঁচদিন আগেও পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে পড়েছিলেন শ্যামাপ্রসাদ। সে সময় প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে।
হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথা নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর হার্টের অবস্থা বিশেষ ভাল নয় বলেই খবর। এছাড়াও উচ্চরক্তচাপজনিত সমস্যাও রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শ্যামাপ্রসাদের (Shyamaprasad Mukherjee) চিকিত্সার দায়িত্বে থাকা হাসপাতাল সুপার চিকিত্সক মহেন্দ্র নাথ মাণ্ডি বলেন, “বুকে ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন শ্যামবাবু। পূর্বেই তিনি উচ্চ রক্তচাপ ও মুধমেহ রোগে ভুগছিলেন। মাত্রাতিরিক্ত মানসিক চাপের জন্যই মূলত অসুস্থ হয়ে পড়েছেন।” চিকিত্সকেরা জানিয়েছেন, প্রাক্তন মন্ত্রীর দেখভালে কোনও খামতি নেই। সর্বক্ষণ তাঁকে চিকিত্সকদের নজরে রাখা হচ্ছে। যদিও পুলিশি হেফাজতেই থেকে চলছে চিকিত্সা।
আরও পড়ুন- ঝাড়গ্রামের পর বিষ্ণুপুর, ফের রেলের বঞ্চনার শিকার বাংলা





























































































































