শিয়ালদহ-বনগাঁ শাখার রেল লাইনে ধস নামল । শনিবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার গুমা ২৩ নম্বর রেলগেট পার্শ্ববর্তী এলাকায় হঠাৎই রেললাইনের নিচের মাটি সরে যায়।ধস নামার কারণে আপ শিয়ালদা বনগাঁ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ওই লাইনে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় হাবরা জিআরপির আধিকারিকেরা। রেল লাইন ঠিক করতে কাজে নামেন কর্মীরা।
আরও পড়ুন – আফগানিস্তান থেকে দেশে ফেরানো হয়েছে ৫৫০ জনকে, নাগরিকদের ফেরানোর আশ্বাস ভারত-আমেরিকার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার সকালে ওই এলাকায় বিদ্যাধরী খাল সংলগ্ন রেল লাইনের নিচে ধস নামতে দেখেন স্থানীয়রা। তারপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। জোর কদমে চলে সেই ধস মেরামতের কাজ।এখনও বন্ধ ট্রেন চলাচল। ঘটনাস্থলে রয়েছেন রেল আধিকারিক ও হাবড়া জিআরপির আধিকারিকরা। লাইন মেরামতি না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যাবে না বলে জানিয়ে দিয়েছে রেল। এর ফলে দুর্ভোগে পরেন শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন যাত্রীরা।
 
 
 
 

 
 

 
 
 
 
 





























































































































