ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই প্রথম গ্রেফতার করল দু’জনকে। নদিয়ার চাপড়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজয় ঘোষ, অসীমা ঘোষকে।
নিহত বিজেপি কর্মী ধর্ম মণ্ডলের খুনের তদন্তে শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ হৃদয়পুর গ্রাম পঞ্চায়েত অফিসে যান সিবিআইয়ের আধিকারিকরা। তল্লাশি অভিযান চলাকালীন বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় তৃণমূলকর্মীরা। তাঁদের অভিযোগ, সেনার পোশাক পরা এক বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে তল্লাশি শুরু করেন সিবিআই আধিকারিকরা। আরও অভিযোগ, সিবিআই আধিকারিকরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন। তৃণমূল নেতৃত্বের দাবি, এর জেরে গ্রামবাসীরাই ক্ষিপ্ত হয়ে সিবিআই-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলেছে বিজেপি।
আরও পড়ুন-কলকাতা বিমানবন্দরে ব্যাপক শব্দে ফাটলো বিমানের চাকা, আতঙ্ক যাত্রীদের মধ্যে
উল্লেখ্য,গত ১৪ মে নদিয়ার চাপড়ার হৃদয়পুরের বাসিন্দা, বিজেপি কর্মী ধর্ম মণ্ডলকে মারধর করা হয় এবং কোপানো হয় বলে অভিযোগ ওঠে। এরপর ১৬ মে এনআরএস হাসপাতালে মারা যান ওই বিজেপি কর্মী। এই ঘটনারই তদন্ত করতে শনিবার চাপড়ায় যান সিবিআই আধিকারিকরা। এরপর হৃদয়পুর গ্রাম থেকে বিজয় ঘোষ ও অসীমা ঘোষ নামে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসেন গোয়েন্দারা। দীর্ঘ জেরার পর তাঁদের গ্রেফতার করা হয়। সূত্রের খবর, খুনের অভিযোগে এফআইআরে নাম রয়েছে ধৃতদের।