ঘর ভাঙতে শুরু করেছে এটিকে মোহনবাগানের( Atk Mohnbagan)। বলা ভালো ভাঙতে চলেছে বাগানের বঙ্গ ব্রিগেড । প্রীতম-প্রবীর-প্রণয়-অরিন্দম। বাগানের বঙ্গ ব্রিগেড। সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মনি। তবে চলতি মরশুমে ভাঙতে চলেছে এই বাঙালি জুটির দল। ইতিমধ্যেই এটিকে মোহনবাগান ছেড়ে বেড়িয়ে গিয়েছে প্রণয় হালদার, অরিন্দম ভট্টাচার্য। সূত্রের খবর ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন অরিন্দম। অপরদিকে প্রণয়ের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ কর্তারা। এদিকে ইস্টবেঙ্গলে খেলতে আগ্রহী প্রবীর দাসও। শনিবার নিজের ক্লাব কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষন কথাও বলেন প্রবীর।

শনিবার এটিকে মোহনবাগান ছেড়েছেন অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম ছেড়ে যাওয়ায় বাগানের দ্বিতীয় গোলরক্ষক কে হবে তা নিয়ে দেখা দিয়েছে জল্পনা। কারণ সূত্রের খবর অভিলাষ পালকেও ছেড়ে দিতে চলেছে এটিকে মোহনবাগান। তবে কে হবে বাগানের দ্বিতীয় গোলরক্ষক? যা নিয়ে এখন দিয়ে উঠছে নানা প্রশ্ন।
প্রণয়, অরিন্দম বেরিয়ে যাওয়া এবং প্রবীরের অন্য ক্লাবে খেলার ইচ্ছে প্রকাশ, উঠছে প্রশ্ন? এটিকে মোহনবাগানে কী একের পর এক বাঙালি ফুটবলার ছেড়ে দেওয়া হচ্ছে? যা নিয়ে জোর জল্পনা কলকাতা ময়দানে।
আরও পড়ুন:ইস্টবেঙ্গলের পথে অরিন্দম ভট্টাচার্য? জল্পনা তুঙ্গে











































































































































