রাজ্যপাল ‘’ব্ল্যাকমেল’’ করেন, TMCP প্রতিষ্ঠা দিবসে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

0
1

জগদীপ ধনকড় (Jagdeep Dhankar) বাংলায় রাজ্যপাল (Governor) হয়ে আসার পর থেকে বিভিন্ন ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে। এমনকী, রাজ্যপালের বেশকিছু একচোখা সিদ্ধান্ত ও জেদ তাঁর একটি বিশেষ দলের প্রতি নরম মনোভাবের পরিচয় দেয়। ধনকড় বিজেপির (BJP) লোক বলে আগেও বহুবার সরাসরি অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল (TMC)।

আজ, মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল সুপ্রিমো ফের একবার রাজ্যপাল ও তাঁর কর্মকান্ডের দিকে আঙুল তুললেন। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP Foundation Day) উপলক্ষে ভার্চুয়ালি বক্তৃতার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। তাঁর সরাসরি অভিযোগ, যে কোনও ফাইলে সই করতে গেলে ‘’ব্ল্যাকমেল’’ করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যা গণতন্ত্রের পক্ষে ভয়নক।
advt 19