যাদের প্রধানমন্ত্রী জন ধন যোজনার (Pradhan Mantri Jan Dhan Yojna) অ্যাকাউন্ট আছে তারা এবার থেকে জীবন বিমা ও দুর্ঘটনা বিমাও পাবেন।, কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Finance Ministry) এ কথা ঘোষণা করেছে । শনিবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী জন ধন যোজনার গ্রাহকদের এ বার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনেও আনা হবে। তার ফলে কারো একটা প্রকল্পে নাম থাকলে অতিরিক্ত আরো দুটি প্রকল্পের সুবিধা পেয়ে যাবে। ব্যাঙ্কগুলিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে জানানো হয়েছে। ফলে গ্রাহকরা সরাসরি ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারবে। জন ধন একাউন্ট শুরু হয়েছিল ২০১৪ সালে ১৫ অগস্ট। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই দেশের সমস্ত নাগরিকদের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বর্তমানে প্রায় ৪৩ কোটি গ্রাহক এই একাউন্টের সুবিধা ভোগ করছেন।