ভিন রাজ্যে গাড়ি নিয়ে যাওয়া সহজ করল কেন্দ্র, চালু হতে চলেছে নয়া নিয়ম

0
1

এক রাজ্যের গাড়ি অন্য রাজ্যে নিয়ে যেতে এতদিন অনেক ঝক্কি পোহাতে হত। রি-রেজিস্ট্রেশন করতে বেশ ঝামেলা পোহাতে হত গাড়ির মালিককে। তবে এবার ভিন রাজ্যে গাড়ি নিয়ে তা ব্যবহারের ক্ষেত্রে নিয়মের সরলীকরণ করতে চলেছে কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১২ মাসের বেশি গাড়ি রাখার জন্য নতুন গাড়ির ক্ষেত্রে ‘ভারত সিরিজ’ নামে রেজিস্ট্রেশন মার্ক শুরু করতে চলেছে ভারত সরকার। যে গাড়িকে ‘ বিএইচ’ চিহ্নিত করা থাকবে, তাকে আর নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে না। সরকারি বেসরকারি সব ক্ষেত্রের জন্যই এই নিয়ম কার্যকর হবে। আগামী মাস থেকেই ‘দ্য মোটর ভেহিক্যাল রুলস ২০২১’ কার্যকর হয়ে যাবে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১৫ সেপ্টেম্বর ২০২১ থেকে এই আইন বলবৎ হবে। পোর্টালের মাধ্যমে বিএইচ সিরিজের রেজিস্ট্রেশন মার্ক করতে পারবেন গাড়ির মালিকরা।

আরও পড়ুনঃ সায়নীকে ‘টু মিনিটস ম্যাগি’ বলে তীব্র কটাক্ষ রুদ্রনীলের, পাল্টা দিলেন তৃণমূল যুব সভানেত্রী

যারা ভিন রাজ্যে কর্মসূত্রে থাকেন, মূলত তাঁদের কথা মাথায় রেখেই বিশেষ এই সুবিধার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক। মোটর ভেহিকেলের নিয়মের পরিবর্তন করে এই ‘ভারত সিরিজ’ রেজিস্ট্রেশনের কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মী, প্রতিরক্ষার সঙ্গে যুক্ত যাঁরা, যে সমস্ত বেসরকারি সংস্থার চার বা তার অধিক রাজ্যে শাখা দফতর রয়েছে তাঁরা এই সুবিধা পাবেন। নতুন গাড়ির ক্ষেত্রে এবার থেকে ভারত সিরিজ নামে রেজিস্ট্রেশন হবে। BH কোড দিয়ে রেজিস্ট্রেশন হবে। প্রতিরক্ষা ক্ষেত্রের কর্মী, সরকারি কর্মী, বেসরকারি ক্ষেত্রের কর্মী সবার জন্য থাকবে আলাদা আলাদা কোড নম্বর। এছাড়া যারা পুরনো গাড়ি ব্যবহার করে, তারাও সহজে রি-রেজিস্ট্রেশন করতে পারবে।

advt 19