ভারত-ইংল্যান্ড ( India-England)তৃতীয় টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের রান সংখ্যা ২ উইকেট হারিয়ে ২১৫। ১৩৯ রানে পিছিয়ে বিরাট কোহলির( Virat Kohli) দল। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং চেতেশ্বর পুজারার। ৯১ রানে অপরাজিত তিনি। পুজারার সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। ৪৫ রানে অপরাজিত তিনি।

তৃতীয় দিনের শুরুতেই ৪৩২ রানে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড( England)। ভারতের হয়ে চার উইকেট নেন মহম্মদ শামি। ইংরেজদের পাহাড় প্রমান রানের তারা করতে নেমে শুরুটা ভালই করে ভারতীয় দল। ৫৯ রান করেন রোহিত। তবে এদিনও ব্যাট হাতে ব্যর্থ কে এল রাহুল। মাত্র ৮ রান করেন তিনি। এরপর ভারতকে ভরসা দিতে নামেন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। এদিন যেন সমালোচনার জবাব দিলেন পুজারা, কোহলিরা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন এই দুই তারকা ব্যাটসম্যান। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ওলি রবিনসন এবং ওভারটন।
আরও পড়ুন:জল্পনার অবসান, জুভেন্তাস ছেড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সই করলেন ক্রিশ্চিয়ান রোনাল্ডো











































































































































