সোশ্যাল মিডিয়ায় ফিরল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। গত জুন মাসে শেষ পোস্ট করেছিল এসসি ইস্টবেঙ্গল। যেখানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত কাজ বন্ধ রাখার কথা জানান হয় তাদের পক্ষ থেকে। ইস্টবেঙ্গলের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার সম্পর্কের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় সেই সময়। তবে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee) মধ্যস্থতায় অবশেষে চুক্তি জট খুলেছে ইস্টবেঙ্গলে। স্পনসর থাকছে শ্রী সিমেন্ট( Shree Cement)। গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন আইএসএলে(Isl) এসসি ইস্টবেঙ্গল। আর এই কারণে এদিন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান হয় এসসি ইস্টবেঙ্গলে সরকারি পেজে। আর ধন্যবাদ বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রত্যাবর্তন করল এসসি ইস্টবেঙ্গল।
যেখানে লেখা হয়,”সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বরাবর পাশে থেকেছেন। আমরা সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই। হাতে সময় অল্প। এর মধ্যেই দিয়েই আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব লাল-হলুদ পতাকা ওপরে তুলে ধরার।”
We would like to thank our Hon'ble Chief Minister, Ms. Mamata Banerjee, for her continued support. We also thank the fans for their abiding love. Time is short but we'll try & put our best foot forward. Let's keep the red & gold flag flying high! #ChhilamAchiThakbo #WeAreSCEB ⚽️ pic.twitter.com/uFGKHxmywn
— East Bengal FC (@eastbengal_fc) August 26, 2021
আরও পড়ুন:প্যাট কামিন্সের বদলি হিসাবে টিম সাউদিকে সই করাল কেকেআর