তৃতীয় টেস্টে ব‍্যাটিং বিপর্যয় ভারতের, দিনের শেষে ৪২ রানে এগিয়ে ইংল‍্যান্ড

0
1

ভারত-ইংল‍্যান্ড( India-England) তৃতীয় টেস্টে ব‍্যাটিং বিপর্যয় ভারতের( India)। মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির( virat kohli) দল। একটা গোটা দিনও ব‍্যাট করতে পারলেন না রোহিত শর্মা, কে এল রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিরা। যা দেখে প্রশ্ন তুলছে ক্রিকেট বিশ্ব।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নামে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে দুরন্ত জয়ের পর, ভারতীয় সমর্থকেরা মনে করেছিল তৃতীয় টেস্টেও সেই পারফরম্যান্সই দেখা যাবে বিরাটদের। কিন্তু কোথায় কি? ক্রিজে নেমে একের পর এক উইকেট হারাতে শুরু করে ভারতীয় দল। ভারতীয় দলের ব‍্যাটিং রান সংখ‍্যা ঠিক এরকম, রোহিত শর্মা ১৯, কে এল রাহুল শূন‍্য, চেতেশ্বর পুজারা ১, অধিনায়ক বিরাট কোহলি ৭, অজিঙ্কে রাহানে ১৮, ঋষভ পন্থ ২। ইংল‍্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস আন্ডারস, ওভারটন। দুটি করে উইকেট নেন রবিনসন, সাম কুরান।

জবাবে ব‍্যাট করতে নেমে দুরন্ত শুরু করে ইংল‍্যান্ডের দুই ওপেনার। ৫২ রান করেন ররি বার্ন। এবং ৬০ রান করেন হাসিব হামিদ। দিনের শেষে ইংল‍্যান্ডের রান সংখ‍্যা ১২০। ৪২ রানে এগিয়ে জো রুটরা।

আরও পড়ুন:কলকাতা লিগে খেলছে না এটিকে মোহনবাগান