উদ্বেগ বাড়িয়ে একধাক্কায় অনেকটাই বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ। মৃত্যুও ছ’শোর উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে শুধুমাত্র করোনায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের। অতিমারি পর্বে করোনাভাইরাসে মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৬ হাজার ৩৬৫ জনের।
আরও পড়ুন: “দেশ বাঁচাবে মমতা”, প্রতিষ্ঠা দিবসের আগে তৃণমূল ছাত্র পরিষদের ভিডিও প্রকাশ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন। যা গতকালের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৫৩০ জন।
সংক্রমণ বেশী হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ১১ হাজার ৩৯৮। দেশে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৩৩ হাজার ৭২৫ জন।
এখনও পর্যন্ত সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে কোনওভাবেই সংক্রমণে রাশ টানা যাচ্ছে না। দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশি সংক্রমণ রয়েছে এই রাজ্য। ওনামের জন্যই কেরলে লাফিয়ে বেড়েছে সংক্রমণ বলে মত চিকিৎসকদের। আগামী এক মাসে সেখানে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন। এরপরই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১। এর পর ক্রমান্বয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশ,তামিলনাড়ু, কর্নাটক, ওড়িশা, মিজোরাম, পশ্চিমবঙ্গ এবং অসম।































































































































