১) ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয় ভারতের। মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির দল। দিনের শেষে ৪২ রিনে এগিয়ে ইংল্যান্ড।

২) পুরনো চুক্তিতেই খেলবে ইস্টবেঙ্গল। অর্থাৎ ক্লাব হস্তান্তরের যে ব্যাপারটা নিয়ে গোড়া থেকেই সমস্যা দেখা দিয়েছিল, তা আপাতত মিটে গিয়েছে। বললেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার।
৩) মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায় অবশেষে জটকাটলো ইস্টবেঙ্গলের। আইএসএল খেলবে এসসি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের স্পনসর থাকছে শ্রী সিমেন্ট।
৪) একটা দল তৈরি। যদি শ্রী সিমেন্ট চায়, তাহলে আমরা সাহায্য করতে প্রস্তুত। দল গঠন নিয়ে মত ক্লাব কর্তাদের।
৫) কলকাতা লিগে খেলবে না এটিকে মোহনবাগান। কম ফুটবলার এবং বায়ো বাবল না থাকায় কলকাতা লিগ খেলতে চাইছেন না বাগান কোচ।
আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ










































































































































