তালিবানের দখলে আফগানিস্তান। দেশজুড়ে চলছে চরম নৈরাজ্য। তবে আফগানিস্তানের মানুষ অনাহারে, অর্ধাহারে দিন কাটালেও রাজকীয় মেজাজে দিন কাটাচ্ছেন আশরাফ ঘানির ছেলে মেয়েরা।
তালিবানের হাতে আফগানিস্তান যাওয়ার পর দেশ ছেড়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। আপাতত তিনি দুবাইয়ে রয়েছেন। কিন্তু তাঁর সন্তান-সন্ততিরা কোথায় আছেন এবং কি ভাবে দিন কাটাচ্ছেন তা নিয়ে অনেকেই জানতে আগ্রহী। গোটা আফগানিস্তান যখন জ্বলছে তখন ঘানির ছেলে ও মেয়েরা মত্ত বিলাসবহুল জীবনযাপনে। ঘানির মেয়ে মারিয়াম ঘানি নিউ ইয়র্কের ব্রুকলীনে থাকেন। তিনি পেশায় একজন হিপস্টার তারকা। গত সপ্তাহে নিউইয়র্ক পোস্টে মারিয়ামের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ছবি-সহ তাঁর রাজকীয় জীবনযাপনের খবর প্রকাশ হয়েছে। ঘানির ছেলে তারেক ঘানি থাকেন ওয়াশিংটন ডিসিতে। তারেক সেন্টলুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। তাঁর স্ত্রী এলিজাবেথ পিয়ারসন প্রভাবশালী মার্কিন সেনেটর এলিজাবেথ ওয়ারেনের লেজিসলেটিভ পরিচালক। হোয়াইট হাউসের কাছেই বিলাসবহুল টাউন হাউসে থাকেন তাঁরা। নিউইয়র্ক পোষ্টের খবর, তারেকের বাড়িটির দাম ১২ লাখ ডলার। আশরাফ আপাতত দুবাইয়ে থাকলেও কূটনৈতিক মহল মনে করছে, অচিরেই তিনি আমেরিকায় পাড়ি দেবেন। আপাতত ছেলে বা মেয়ের কাছেই থাকবেন তিনি।
আরও পড়ুন- রাজ্যে শিল্প সংক্রান্ত সব সমস্যার দ্রুত সমাধান, বণিকসভাকে আশ্বাস পার্থ চট্টোপাধ্যায়ের
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 



























































































































